পাকিস্তানের ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটির ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি আসিফ সাঈদ খান খোসা।
আগামী ৩৩৭ দিন তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের ২১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
সরকারের শীর্ষ কর্মকর্তা, সুপ্রিমকোর্টের বিচারক, জ্যেষ্ঠ আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বিচারপতি খোসাকে শপথ পড়ান।
শপথের পর খোশা বলেন, কোনো ভয় ও আনুকূল্য ছাড়া আইন অনুসারে সব ধরনের মানুষের অধিকারের বিষয়টি দেখব আমি।
অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনীর প্রধান আসিম জাহির, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মোহাম্মদ আব্বাসী, সিনেট চেয়ারম্যান সাদিক সঞ্জরিনি, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার উপস্থিত ছিলেন।
Leave a reply