Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় ৭ জেলায় নিহত ৭

সড়ক দুর্ঘটনায় ৭ জেলায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। দুপুরে নড়াইলে সীমান্তবর্তী চাচড়া এলাকায় খুলনাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক নিহত হয়। আহত হয় অন্তত ১৬ জন।

লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক, মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হন। তাদেরকে সদর হাসপাতালে নেয়া হলে সুমি আক্তার নামে এক গৃহবধূ মারা যান।

এদিকে, দিনাজপুর, কিশোরগঞ্জ, গাইবান্ধা, গাজীপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ৫ জনের।

Exit mobile version