Site icon Jamuna Television

খুলনায় একটি বাসা থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনার ট্রাক টার্মিনাল রোডের একটি বাসা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মো. আক্তার ও মো. মেহেদী।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯ টার দি‌কে লাশ ২‌টি উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

পুলিশ জানায়, চলতি মাসে স্থানীয় ইদ্রিস আলীর টিনশেড বাড়ি ভাড়া নেয় আক্তার। রাতে খোঁজ নিতে গিয়ে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশিরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে ধারণা করা হচ্ছে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আক্তারের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে আর স্থানীয় একটি স্কুলের ছাত্র মেহেদীর খুলনা মেডিকেল কলেজ এলাকার বাসিন্দা।

Exit mobile version