Site icon Jamuna Television

ঝিনাইদহে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত

ঝিনাইদহে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস আলমডাঙ্গায় ও খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস যশোরে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রাতে আটকা পড়া ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যে যেতে পারলেও বাতিল করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রা।

স্টেশন মাস্টার জানান, তালশার রেলগেট অতিক্রম করার পরই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে খুলনা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন।

Exit mobile version