স্বায়ত্তশাসনের জন্য ফিলিপাইনের মিন্দানাওতে গণভোট দিচ্ছেন ৩০ লাখ মুসলমান

|

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে অধিকতর স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার গঠনের আইন তৈরিতে ভোট দিতে যাচ্ছেন সেখানকার ৩০ লাখ মুসলমান।

ব্যাংসামোরো অরগানিক ল’-এর ওপর সোমবারের এই গণভোটের মাধ্যমে ফিলিপিন্স সরকার ও মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মধ্যে কয়েক দশকের শান্তি প্রক্রিয়া বাস্তবায়িত হবে কিংবা তা ভেঙে যাবে।

দেশটিতে স্বায়ত্তশাসিত রাজনৈতিক অস্তিত্বের জন্য এ আইন ব্যবহার করা হয়। ১৯৭০-এর দশকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন শুরু করে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট।

যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তবে মুসলিম মিন্দানাওয়ে বর্তমান স্বায়ত্তশাসনের স্থলাভিষিক্ত হবে ব্যাংসামারো আইন। ব্যাংসামারো শব্দটির অর্থ মোরো জাতি।

এর আগের স্বায়ত্তশাসন আইনে এক দশকের সহিংসতা বন্ধ করতে পারেনি। এতে প্রায় দেড় লাখ মানুষকে জীবন দিতে হয়েছে।

গণভোটে নতুন আইনের পক্ষে বেশি ভোট পড়লে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটি চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছাবে।

২২ বছর বয়সী জেমব্রাহ আব্বাস বলেন, সহিংসতায় আমি ক্লান্ত। কারণ এতে আমার বাবাকেই জীবন দিতে হয়েছে। তার মৃত্যুর ২০ বছরপূর্তিতে এ ভোট হচ্ছে বলে জানান জেমব্রাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply