দ্বিতীয়ার্ধে মেসি নেমে জেতালেন বার্সাকে

|

আরো একবার ঝলক দেখালেন লিওনেল মেসি। প্রথমার্ধে মাঠে ছিলেন না। দ্বিতীয়ার্ধে নেমেই পার্থক্য গড়ে দিলেন। তাতে ম্যাচের ভাগ্যও নির্ধারিত হলো। দুরন্ত জয় পেল বার্সেলোনা। লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছেন কাতালানরা।

রোববার রাতে নিজেদের ডেরা ক্যাম্প ন্যুতে লেগানেসকে আতিথ্য দেয় বার্সা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখেন। তবে গোলমুখ খুলতে পারছিলেন না। অবেশেষে ৩২ মিনিটে অপেক্ষার পালা শেষ হয়। জর্ডি আলবার পাস ধরে নিশানাভেদ করেন উসমানে ডেম্বেলে। চলতি লিগে এটি তার অষ্টম গোল।

এ অর্ধে দুর্দান্ত ছিলেন ডেম্বেলে। মেসির অভাব টেরই পেতে দেননি ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও সৃষ্টি করেছিলেন তিনি। তবে সহজ সুযোগ হাতছাড়া করেন ফিলিপ কুতিনহো।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি সচল রাখেন ব্লাউগ্রানারা। তবে খেলার স্রোতের বিপরীতে ৫৭ মিনিটে গোল হজম করে বসেন তারা। সতীর্থের পাস পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান মার্টিন ব্রেথওয়েট।

৬৪ মিনিটে কার্লোস অ্যালেনাকে তুলে মেসিকে মাঠে নামান কোচ আর্নেস্তো ভালভার্দে। ২ মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়েন ডেম্বেলে। তবে তার অভাব বুঝতে দেননি অধিনায়ক। এ যেন সতীর্থের প্রথমার্ধের ঋণ শোধ করেন তিনি।

৭১ মিনিটে দুই বন্ধুর জোট। মেসির বাড়ান বল ধরে ঠিকানায় পাঠান লুইস সুয়ারেজ। এ নিয়ে চলতি লিগে উরুগুইয়ান স্ট্রাইকারের গোল হলো ১৫টি। এতে জয় একরকম নিশ্চিত হয়ে যায় বার্সার। ইনজুরি টাইমে সফল নিশানাবাজিতে স্কোরলাইন ৩-০ করেন মেসি। চলতি লিগে এটি ছোট ম্যাজিসিয়ানের ১৮তম গোল।

গেল সেপ্টেম্বরে স্পেনসেরা লিগের প্রথম পর্বে লেগানেসের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল বার্সেলোনা। ফিরতি পর্বে দুর্দান্ত জয়ে মধুর প্রতিশোধ নিলেন ভালভার্দের শিষ্যরা। ২০ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply