ঝালকাঠিতে কোটি টাকা নিয়ে উধাও কথিত বীমা কোম্পানি

|

ভালো বেতনে চাকরি এবং বীমা কার্যক্রমের প্রলোভনে ঝালকাঠিতে কোটি টাকা নিয়ে উধাও কথিত বীমা কোম্পানি। মার্কেন্টাইল ইনসিওরেন্স কোম্পানি নামে নামসর্বস্ব একটি সাইনবোর্ড দিয়ে এতদিন প্রতারণা চালিয়ে আসছিল তারা। গ্রাহকদের জামানতের টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছেন কোম্পানীর দুই কর্মকর্তা মো. জাকির হোসেন ও গোলাম মাওলা সাফিন।

গতকাল সোমবার কোম্পানীর অফিসে তালা ঝুলতে দেখে কর্মচারীরা অফিসের সামনে জড়ো হয়।

এ ঘটনায় গ্রাহক ও কর্মচারীদের সাথে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে বীমা কোম্পানিটির জিএম ফয়সালকে। তবে এ ঘটনায় মামলা নেয়নি সদর থানা তাই আদালতে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে।

ভুক্তভোগী কর্মচারীরা জানায় আকর্ষনীয় বেতন প্রস্তাবে গত বছরের সেপ্টেম্বর স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় মার্কেন্টাইল ইনসিওরেন্স কোম্পানি। বিজ্ঞপ্তি অনুযায়ী আড়াইশ বেকার যুবক-যুবতীকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয় তারা।

কর্মচারীরা বলছেন, কোম্পানীটি জামানতের নামে নিজে বা স্বজনদের বীমা করাতে বাধ্য করেছে কর্মচারীদের। সেই সাথে শত শত গ্রাহকের কিস্তি সংগ্রহ করতে হয়েছে তাদের। এছাড়াও নিয়মিত অফিস হাজিরা দিয়েও চার মাস বেতন পাননি তারা।

এর পরই কোম্পানিটির নিবন্ধন এবং জামানত সংগ্রহে তাদের বৈধতার বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply