নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে ধাওয়া দিয়ে একটি বন্যপ্রানী আটক করেছে স্থানীয়রা। এটি বন্যগরু হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে প্রাণীটি জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ছোটাছুটি করছিলো। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে সেটিকে আটক করে। এসময় প্রাণীটিকে গ্রামের মধে্যই প্রানীটি বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রানী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
উদ্ধারের পর প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন হয়তো সেটির সঠিক পরিচয় পাওয়া যাবে জানান ওসি।
তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও উদ্ধার হতে দেখা যায়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এটি কোথা থেকে বা কিভাবে আসলো সেটি খতিয়ে দেখতে হবে।
Leave a reply