সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আজ বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে রাশিয়া এবং জাপানের মধ্যে চলা দ্বীপ সংকট নিয়ে সমাধানের জন্য আলোচনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে জাপান এবং রাশিয়ার। এ বিষয়েও চুক্তি হতে পারে বৈঠকে।
বৈঠকে রাশিয়া এবং জাপান উভয় পক্ষই নিজেদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। এছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও মানবিক পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের জন্য করনীয় নিয়ে আলোচনা করবেন এই দুই নেতা।
Leave a reply