থাইল্যান্ডে শুরু হয়েছে প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজ-এর শেষকৃত্যানুষ্ঠান। আজই দাহ করা হবে সাত দশক ক্ষমতায় থাকা রাজা ভূমিবলকে।
সকালে গ্র্যান্ড প্যালেসে শবদাহের আনুষ্ঠানিকতা শুরু করেন দেশটির বর্তমান রাজা এবং ভূমিবলের ছেলে মহা-ভাজিরালংকর্ন। এরইমধ্যে গ্রান্ড প্যালেস থেকে রথযাত্রার মাধ্যমে ভূমিবলের মরদেহ নেয়া হয়েছে শেষকৃত্যানুষ্ঠানের মঞ্চে। রাজাকে শেষ বিদায় জানাতে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠান শুরু হয় বুধবার। আজ ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ব্যাংকক পৌঁছেছে লাখো মানুষ। ভূমিবলকে বিদায় জানাতে মূল অনুষ্ঠানে রাজপরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন অন্তত ৪২ দেশের প্রতিনিধি। গেলো বছরের ১৩ অক্টোবর, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা ভূমিবল আদুলাদেজ। তার মৃত্যুতে এক বছরের শোক পালন করে থাইল্যান্ডবাসী।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply