বিশ্ব ইজতেমা ১৫-১৭ ফেব্রুয়ারি, থাকবে তাবলীগের দুই পক্ষই

|

এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী শেখ মো. আব্দুল্লাগ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ইজতেমায় তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপ অংশ নেবেন। আমরা তাদের ওপর কিছু চাপিয়ে দেইনি। উনারাই এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

মন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত ভারতের মাওলানা সাদের ইজতেমায় অংশ নিতে কোনো বাধা নেই। তবে আইনশৃংখলা বাহিনী যদি পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন তাহলে এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

মাওলানা সাদের পক্ষে-বিপক্ষে তাবলীগের দুটি গ্রুপ তৈরি হয়েছে। ইসলাম ধর্মীয় কিছু বিষয়ে তার বিতর্কিত ফতোয়ার প্রেক্ষিতে কয়েক বছর ধরে তাকে নিয়ে সংগঠনটিতে অস্থিরতা চলছিলো। টঙ্গীর ইজতেমা ময়দানে এ নিয়ে গত ডিসেম্বরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরপর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়। এর প্রেক্ষিতেই ইজতেমার তারিখ নির্ধারণে উভয়পক্ষ সম্মত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply