আবারো পেছানো হলো থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ। দেশটির নির্বাচন কমিশন জানায়, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।
এরআগে ২৪ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করা হয়। তবে দেশটির রাজার পক্ষ থেকে ডিক্রি জারি করায় তা পেছানো হলো। থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানায়, মার্চের শুরুতে রাজা মহা ভাজিরালংকর্নের অভিষেক অনুষ্ঠিত হবে। সে কারণেই যেকোনো ধরণে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সময় পেছানো হয়েছে বলে জানানো হয়।
২০১৪ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে দফায় দফায় সময় পেছানোয় ক্ষোভ জানিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো।
Leave a reply