শিক্ষাব্যবস্থায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা সম্ভব হলে আর দুর্নীতি হবে না।
আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার নারী, শিশু ও অভিবাসীসহ সবার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে। টেকসই উন্নয়নে শিক্ষা একটি বড় নিয়ামক। তাই সর্বক্ষেত্রে শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার উন্নয়নে বিশ্বের বড় দেশগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন মন্ত্রী।
Leave a reply