ঢাবিতে শীতের সকালে রস উৎসব

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুল তলায় অনুষ্ঠিত হয়ে গেল রস উৎসব। শুক্রবার সকাল ৮ টায় শুরু হয় অষ্টম রস উৎসব। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, নতুন প্রজন্মকে আবদ্ধ না রেখে গ্রামীণ জন ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বাংলার সংস্কৃতি ধরে রাখতে চর্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ঢাবি উপাচার্য।

উৎসবের আয়োজকরা বলেন, বাংলার চিরায়ত লোকাচার ও জীবননোধ বাঁচিয়ে রাখতে এই আয়োজন। উৎসবে আগত অতিথিদের খেজুরের রস, খেজুরের গুড়, খৈ ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে মনসা মঙ্গলের বেহুলার ভাষান অংশটুকু পরিবেশন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply