আতিকুলই আওয়ামী লীগের মেয়র প্রার্থী

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিজেএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড শনিবার আতিককে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন।

গেল বছর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচনের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দেয় দলটি। তবে, সীমানা সংক্রান্ত জটিলতায় হাইকোর্ট ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিত করে।

এক বছর পর জটিলতা নিরসন করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দুই সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়ায় ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেরও সাধারণ নির্বাচন হবে।

এ প্রেক্ষিতে শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে থাকলেও শেষ পযর্ন্ত আতিকুল ইসলামের ওপরই আস্থা রেখেছে দলটি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply