ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে

|

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে বন্যা-ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। কর্তৃপক্ষ বলছে, এখনও নিখোঁজ অনেকে। ১৪টি বন্যাদুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৬ হাজার ৭০০ জনকে। তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

সুলাভেসি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম-জনবিচ্ছিন্ন এলাকাগুলোয় প্রবেশের সুযোগ পাবার পরই বেড়েছে হতাহতদের উদ্ধারের সংখ্যা। সতর্কতা থাকলেও, বৃষ্টি বন্ধ হওয়ায় অনেকে নিজ বাড়িতে ফেরা শুরু করেছেন। ধীরে হলেও স্বাভাবিক হয়ে আসছে জনজীবন ও যান চলাচল। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে জরুরি ত্রাণসেবা।

উদ্ধারকর্মীরা জানান, বন্যার পানিতে ডুবে বা মাটিচাপায় প্রাণ হারিয়েছেন হতভাগ্যরা। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। গেলো অক্টোবরে, সুলাভেসিতে হওয়া বন্যায় প্রাণ হারিয়েছিলো অন্তত ২২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply