গ্রামে এক বছরসহ চিকিৎসকদের দুই বছর ইর্ন্টানশিপ চান প্রধানমন্ত্রী

|

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর দিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন। এসময় চিকিৎসকদের দুই বছর ইর্ন্টানশীপের ব্যবস্থা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরমধ্যে এক বছর উপজেলা পর্যায়ের হাসপাতালে প্রত্যেককে থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সবাই যেন সঠিক শিক্ষা নিয়ে চিকিৎসক হন, সেজন্য মনিটর বাড়াতে হবে। যারা রোগীর সেবা করবে না তাদের এই পেশায় আসার দরকার নেই। এছাড়া প্রত্যেক সরকারি হাসপাতালে বায়মেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply