আফগানিস্তানে শান্তি ফেরাতে আগামী দেড় বছরের মধ্যে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহরে তালেবানের প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে এ দাবি করে স্বশস্ত্র সংগঠনটির শীর্ষ নেতারা।
তালেবানের দাবি, মার্কিন প্রতিনিধিদের সাথে কাতারে অনুষ্ঠিত ৬ দিনব্যাপি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় চুক্তি হয় কাবুল থেকে বিদেশি সেনা প্রত্যাহার হলেই বন্ধ হবে হামলা। তবে তালেবানের এমন দাবি নাকোচ করেছে যুক্তরাষ্ট্র।
পরিসংখ্যান বলছে, গেলো ৫ বছরে দেশটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে কমপক্ষে ৪৫ হাজার নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০১৭ সালেই দেশটিতে বিচ্ছিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক।
Leave a reply