চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিক আটক, গণধোলাই

|

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোণা

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে চাঁদাবাজির সময় এলাকাবাসী চার ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এরআগে এলাকাবাসী গণধোলাই দেয় এই সাংবাদিকদের।

শনিবার বিকেলে এঘটনা ঘটলে রবিবার আটকদের নামে কলমাকান্দা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, নেত্রকোণা সদর থানার বাসিন্দা আল আমিন (৩৭), নাগড়া এলাকায় সোলায়মান হাসান রুবেল (২৮), হামিদুর রহমান অভি (৩১) এবং কলমাকান্দা উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা ইলিয়াছ (২৯)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, পল্লী বিদ্যুতের যারা সেচ লাইন নিয়েছে তাদের ছবি তুলে, ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এলাকাবাসীর সন্দেহ হলে চারজনকে আটক করে পুলিশে খবর দিলে তাদেরকে আটক করে থানায় আনা হয়। আটককৃতরা দু’দিন আগেও বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করতে গিয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে রবিবার কোর্টের প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply