সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

|

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইস্পাত কারখানা দুর্নীতি এবং অফশোর লিংক কেলেঙ্কারি মামলায় এই পরোয়ানা জারি করেন দেশটির দুর্নীতি দমন আদালত।

আদালতের আদেশে বলা হয়, বিদেশে বেনামে প্রতিষ্ঠান নিবন্ধন করে অর্থপাচারের সাথে জড়িত ছিলেন নওয়াজ। পাশাপাশি ইস্পাত কারখানা নির্মাণেও দুর্নীতির আশ্রয় নেন তিনি। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করেন। আর তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয় চলতি মাসের শুরুর দিকে।

এদিকে এই আদেশকে গণতন্ত্র হত্যার সামিল বলেছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ। তিনি বলেন, আদালতের এই নির্দেশ পাকিস্তানের গণতন্ত্রকে হত্যার জন্য। এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিরোধী দল এবং বিচার বিভাগ বলছে তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় পাকিস্তানে, এই তার নমুনা.? এগুলো সব ষড়যন্ত্রের অংশ। পাকিস্তানের সাধারণ মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করবেই।

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply