রেল খাতের দুর্নীতি কমাতে প্রযুক্তির সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলের আধুনিকায়নে কাজ করছে মন্ত্রণালয়।
বুধবার সকালে রেল ভবনে ওয়ানস্টপ ডিজিটাল রেল সেবা বিষয়ক বৈঠকে একথা জানান তিনি। অনুষ্ঠানে রেল খাতের ডিজিটাইজেশনের পরিকল্পনা তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় রেল ব্যবস্থাপনা, জণগনের সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সেবার মান উন্নত করার কথা বলেন রেলমন্ত্রী। তিনি জানান, বিগত ১০ বছরে সরকার রেল যোগাযোগ উন্নয়নে নিরোলস কাজ করেছে, এখন মানুষ আগের তুলনায় উন্নত সেবা পাচ্ছে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, রেল খাতের ডিজিটালাইজেশন হলে সেবার মান বাড়বে, যাত্রী সেবা সর্বোচ্চ নিশ্চিত হবে। রেলের প্রযুক্তি উন্নয়নে নেওয়া হয়েছে উদ্যোগ।
Leave a reply