নওগাঁর সেই ট্রাফিক আজাহারের বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন, নাম ‘ট্রাফিক হাউজ’

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার ফেরীঘাট চৌরাস্তা মোড়ের আলোচিত সেই ট্রাফিক সেবী আজাহারের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। বাড়ির নাম দেয়া হয়েছে ‘ট্রাফিক হাউজ’।

আজাহারকে নিয়ে যমুনা টিভিতে প্রতিবেদন প্রচারের পর নওগাঁ জেলা পুলিশ বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় পুলিশের সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে আজ দুপুরে আজাহারের বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নওগাঁর পুলিশ সুপার মো: ইকবাল হোসেন এই কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, মহাদবেপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম, সাপাহার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছামিউল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি। আজাহারকে নিয়ে সংবাদ প্রচার করায় তারা যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মান্দা উপজেলার ফেরীঘাট চৌরাস্তায় দীর্ঘ দিন যাবত স্বেচ্ছায় ট্রাফিক সেবা দিয়ে আসছেন দরিদ্র আজাহার আলী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply