রোহিঙ্গা সংকট: মিয়ানমার সেনাপ্রধানকে টিলারসনের ফোন

|

রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানিয়ে মিয়ানমারের সেনাপ্রধানকে বৃহস্পতিবার টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেনাপ্রধান মিন অং লাই এর কাছে সংকটের স্পষ্ট ব্যাখা দাবি করেন রেক্স টিলারসন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাখাইনে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে সেনাপ্রধানকে। শুধু তাই নয়, দেশত্যাগে বাধ্য হওয়া রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতেও তাগাদা দেয়া হয়েছে।

তবে রাখাইনে মানবিক সহায়তা, গণমাধ্যম ও জাতিসংঘের তদন্ত দলকে প্রবেশাধিকার দিতে সেনাপ্রধানকে আহ্বান জানান টিলারসন। আগামী নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে ট্রাম্প ও মিয়ানমারের প্রতিনিধির মুখোমুখি সাক্ষাতের আগেই রোহিঙ্গা ইস্যুতে বেশ সোচ্চার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply