শিক্ষাক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার‍: প্রধানমন্ত্রী

|

শিক্ষাক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার‍। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০০ মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বৃত্তিপ্রাপ্তদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পেশাগত দক্ষতা সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে হবে। এসময় নিজ নিজ জাতি গোষ্ঠীর স্বকীয় বিষয়গুলো বিকশিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণ ভোট দিয়ে তাদের সেবার করার সুযোগ দিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির চেক তুলে তুলেন শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতল ভূমির ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর জন্য বৃত্তির ব্যবস্থা করেছি। একই সাথে তারা যাতে সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে জন্যও প্রধানমন্ত্রীর কার্যালয় আলাদা ভাবে ব্যবস্থা করে দেয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‍বৃত্তির জন্য আমরা ট্রাস্ট ফান্ড করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply