প্রশ্নফাঁস চক্রের মূল হোতাকে গ্রেফতারের দাবি করেছে সিআইডি। হাফিজ ও তাজুলকে গ্রেফতারের মধ্য দিয়ে চক্রের সবগুলো হোতাকেই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।
আজ দুপুরে, সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।
ফাঁসকারী চক্র গ্রেফতারের ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস হবে না বলে আশা করেন তিনি। তিনি আরো জানান, প্রশ্নফাঁস চক্রের মধ্যে ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারাও আছেন। এদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে মানিলন্ডারিং মামলাও করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Leave a reply