দেশের সম্মানিত ব্যক্তিবর্গ ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যা চেষ্টার পরিকল্পনায় যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম চার সদস্যকে আটক করেছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি জানান, আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে আনসারুল্লাহ বাংলা টিম। নিষিদ্ধ সংগঠনটির প্রধান জসিমুদ্দীন রহমনীকে মুক্ত করার মিশনে নেমেছে সদস্যরা। আনসারুল্লাহ বাংলা টিমের আটক চার সদস্যদের মধ্যে আছে শাহরিয়ার নাফিস, মো. রাসেল, রবিউল ইসলাম, ও আব্দুল মালেক। তাদের কখন, কোথায় আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি ব্রিফিং-এ।
Leave a reply