ঝালকাঠিতে আরেক ধর্ষকের লাশ উদ্ধার, হত্যাকারি ‘হারকিউলিস’

|

ঝালকাঠির রাজাপুরে রাকিব নামে গণধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়ার এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মঈদুদ্দিন জানান, দুপুরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় জখমের চিহ্ন অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের বুকে একটি কাগজের চিরকুট লেখা রয়েছে “আমি পিরোজপুরের ভান্ডারিয়ার কারিমা আক্তারের ধর্ষক রাকিব। ধর্ষণের পরিনতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।

পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এরআগে, ২৬ জানুয়ারি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে গলায় চিরকুট ঝোলানো সজল জমাদ্দারের লাশ উদ্ধার করেছিল পুলিশ। কারিমা আক্তার ধর্ষণ মামলার দুই নম্বর আসামি ছিল সজল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply