গ্রন্থমেলায় আজ শিশু প্রহর

|

অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে আজ রয়েছে শিশু প্রহর। সকাল ১১টা থেকেই শিশুদের জন্য খোলা থাকবে মেলা। শিশুপ্রহর চলবে দুপুর ১টা পর্যন্ত।

এইদিন মেলায় শিশুদের বিনোদনের জন্য থাকছে সিসিমপুর। এছাড়া কবিতা, ছড়া, কার্টুর গল্পের বইও পাওয়া যাবে শিশু কর্নারগুলোতে। গতকাল বাঙালির প্রাণের এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনেই পরিবার পরিজন নিয়ে মেলায় আসেন অনেকে। কেউ বই কিনেছেন, কেউ আবার দাম পরখ করেই ফিরেছেন। মেলার প্রথম দিন হওয়ায় অনেক দোকানের এখনও সাজসজ্জা পুরোপুরিভাবে শেষ হয়নি।

বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে এবারের বই মেলায় ২৪টি প্যাভিলিয়নে, ৪৯৯টি প্রতিষ্ঠানের ৭৭০টি স্টল রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply