Site icon Jamuna Television

মুকসুদপুরে রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে ৫১ জন

ধর্মীয় বিশ্বাস থেকে গোপালগঞ্জের মকসুদপুরে রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে ৫১ জন শিক্ষার্থী। শনিবার রাতে তারা এই পরীক্ষা দেয়।

তারা সবাই খ্রিস্ট ধর্মের সেভেনথ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের মানুষের শনিবার দিনের বেলা কোন কিছু লেখার বিধান নেই। তাই দিনের বেলায় পরীক্ষায় অংশ নেয়নি তারা। জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষা দেয় ৫১ জন পরীক্ষার্থী। তারা সবাই কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

Exit mobile version