জাহালমকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট, মুক্তিতে বাধা নেই

|

নিরাপরাধ জাহালমকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। এখন তার মুক্তিতে আর বাধা নেই। আজ রোববার হাইকোর্ট এই আদেশ দিয়েছেন।  দুদকসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ভুলে ৩ বছর ধরে জেল খাটছেন নিরপরাধ জাহালম।

সকালে ৩৩ মামলায় ভুল আসামি জেলে থাকার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের তদন্ত শাখার মহাপরিচালকসহ ৪ জন হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেন।

এসময় আদালত বলেন, ভুল আসামি হিসেবে জেল খাটানো অপরাধ। আর মামলায় নিরাপদ ব্যক্তি জেল খাটার বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সেটাও জানতে চান হাইকোর্ট।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দুদক ৩৩টি মামলা করে আবু সালেকের বিরুদ্ধে। কিন্তু তার বদলে জেল খাটছেন পেশায় তাঁত শ্রমিক জাহালম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply