বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দশ কিলোমিটার এলাকা পাড়ি দিয়েছে বিমানটি। এমন সময় আগুন ধরে গেল ইঞ্জিনে। পাইলট কিছু বুঝে ওঠার আগেই আকাশে বিস্ফোরিত হলো ছোট আকারের বিমানটি। বিশাল এক অগ্নিকুণ্ডে পরিণত হওয়া বিমান গিয়ে আছড়ে পড়লো নিচের একটি বাড়িতে।
সেখানে ছিলেন এক পরিবারের চার সদস্য। মুহুর্তেই পুরো বাড়ি আগুনে ঢেকে গেল। ঘর থেকে আর বের হতে পারেননি চার বাসিন্দা। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সবকিছু পড়ে ছাই। পাইলটসহ প্রাণ হারালেন এ ঘটনায় মোট ৫ জন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফর্নিয়ায় স্থানীয় সময় রোববার দুপুর দুইটায় এ ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন তদন্তকারী ইলিয়ট সিম্পসন জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই হঠাৎ বিমানটি মাটির দিকে নামতে থাকে। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে। পাইলটের নাম লেফটেনেন্ট করি মার্টিনো।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
Leave a reply