Site icon Jamuna Television

কমিউনিটি পুলিশিং ডে পালিত

সারা দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ।

শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। শোভাযাত্রাটি ডিএমপি সদর দফতরের সামনে থেকে শুরু হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার দিবসটি পালন করা হবে বলে জানিয়েছে পুলিশ বাহিনী।

Exit mobile version