জয়পুরহাটে ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৫। তাদের প্রত্যেকের থেকে অর্থদন্ড হিসেবে ২৫ হাজার টাকা করে আদায় করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট শহরের বৈরাগী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস(১৬), একই এলাকার আরমান অভি(১৭), অর্ণব খন্দকার(১৭) ও দ্বীপ দাস(১৬)।
এরা সকলে জয়পুরহাটের বিভিন্ন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে র্যাব-৫ এর কর্মকর্তারা।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো: আজমল হোসেন জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের এই চার সদস্য এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করার লোভ দেখিয়ে ভূয়া প্রশ্নপত্র বানিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে যাচ্ছিল।
Leave a reply