২০২১ সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ দারিদ্রমুক্ত দেশে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মধ্যমে ছয়টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, এখন আর বিদ্যুতের জন্য মানুষকে ছোটাছুটি করতে হয়না কারণ সরকার এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দেশের প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।
নতুন উদ্বোধন করা কেন্দ্রগুলো হচ্ছে ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট, খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প।
Leave a reply