বরাবরের মতোই ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক উর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতিবার নয়া দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে. আবদুল মোমেনের সাথে সাক্ষাতে এ মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ক্ষমতাগ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ভারতকে বেছে নেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা করেন মোদি। স্থানীয় সময়, বৃহস্পতিবার সকাল ১০টায় ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের জন্য যান পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
শুক্রবার দু’দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠক হবে। যাতে, ভারতের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। জওহরলাল নেহরু ভবনের ঐ বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ভারতকে আরও সম্পৃক্ত করার চেষ্টা করবে বাংলাদেশ। এছাড়া, সংস্কৃতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দু’দেশের মধ্য সমঝোতা স্মারক সই হবে।
Leave a reply