গাজা সেবনকালে হাতেনাতে আটক সেই ৬ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দেন। একইসাথে ওই ৬ শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণদর্শানো নোটিস দেয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আব্দুল মুকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৩- ১৪ শিক্ষাবর্ষের মহিউদ্দিন জালাল, পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জয়সান বড়ুয়া, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. গামি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আওসান।
এ বিষয়ে চবি’র সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, “আটকের পর ইতোমধ্যেই তারা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছে। তাই উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন। একইসাথে ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
বহিষ্কৃত ৬ শিক্ষার্থীর প্রত্যেককে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে জরিমানা করেছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, বুধবার রাতে চবির আলাওল হলের একটি কক্ষ থেকে গাজা সেবনের সময় ওই ৬ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
Leave a reply