এগারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবাধিকার রক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ সকালে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে মানবাধিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যার ঘটনা ঘটেছে মিয়ামারের রাখাইনে। প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় না দিলে বড় ধরনের গণহত্যা ঘটতো বলেও জানান ডক্টর মোমেন।
রোহিঙ্গাদের দ্রুততম সময়ে নিজ দেশে ফেরত না পাঠালে এই অঞ্চল নানা রকম ঝুঁকিতে পড়বে বলে আবারও আশংকা করেন তিনি। আর সেজন্য রাখাইনে আন্তর্জাতিক তদারকিতে সেইফ জোন তৈরির ওপর বাংলাদেশ জোর দিচ্ছে বলেও জানান ডক্টর মোমেন।
Leave a reply