আমতলী পৌরসভা নির্বাচনে মো.মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

|

বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ৪ প্রার্থীর মধ্যে তিন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান মেয়র মো. মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বিকেলে স্বতন্ত্র প্রার্থী একেএম জিল্লুর রহমান রুবেল, মোশারেফ হোসেন মাস্টার ও মো. চান মিয়া গাজী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী মো.মতিয়ার রহমানকে রিটানিং কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও ৩ কাউন্সিলর নির্বাচিত।

৯নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বর্তমান প্যানেল মেয়র জিএম মুসা, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম তালুকদার জুয়েল, ১ নং ওয়ার্ডে মো. হাবিব মীর।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ১নং ওয়ার্ডে ২ জন। ৩ নং ওয়ার্ডে ৫ জন ৬ নং ওয়ার্ডে ১ জন। ৭নং ওয়ার্ডে ১ জন। সংরক্ষিত আসন ৩ এ ১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

২৮ ফেব্রুয়ারি আমতলী পৌরসভার অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply