ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে এই তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। তাতে জানানো হয়, আগামী ১১ মার্চ বহু কাঙ্খিত এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচনে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি নিজ নিজ হল অফিস থেকে মনোনয়নপত্র কেনা যাবে। ২৬ ফেব্রুয়ারি জমা ও যাচাই-বাছাইয়ের শেষ দিন। বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি।
আর ২ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়া হবে ৩ মার্চ। নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ হবে ৫ মার্চ।
সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা আশা করে বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটাররা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।
হল সংসদের তফসিল হল কর্তৃপক্ষ পরে জানিয়ে দেবে বলে জানান তিনি।
দীর্ঘ তিন দশক পর আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে তারপর আর নির্বাচন হয়নি।
ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট আবেদন হয়, তাতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে গত বছর হাইকোর্ট থেকে।
Leave a reply