Site icon Jamuna Television

প্রধান নির্বাচন ক‌মিশনারের মায়ের ইন্তেকাল ‌

প্রধান নির্বাচন ক‌মিশনার কেএম নুরুল হুদার মা মেহেন নেগা খানম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লা‌হি  ওয়াইন্না ইলাই‌হির রা‌জিউন)। সোমবার দুপুর পৌনে ২টার সময় পটুয়াখালীর বাউফল উপ‌জেলার নওমালা গ্রামের নিজ বা‌ড়ি‌তে বার্ধক্য জ‌নিত কার‌ণে তি‌নি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে।

তিনি জানান, রত্নাগর্ভা মেহেন নেগা খানমের মৃত্যুেতে জেলার সকল স্তরে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। তিনি সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

আগামী কাল মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাযা নামাজ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে। তার মৃত্যু‌তে পটুয়াখালী প্রেসক্লাবের সকল সদস্য ও চেম্বার সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন।

Exit mobile version