চৌদ্দগ্রাম সীমান্তে ২ লাখ পিস ভারতীয় ওষুধ উদ্ধার

|

কুমিল্লা ব্যুরো

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা দুই লাখ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি ১০।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ফারুকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর নামক স্থান থেকে দুই লক্ষ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। টহল দলের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ১০ জানায়, দেশের বাজারে অনুপ্রবেশের অংশ হিসেবে এসব ওষুধ আনা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ভায়াগ্রা, সেনেগ্রা, টার্গেট, ব্যথানাশক ওষুধ ও গবাদী পশু মোটাতাজাকরনের নানারকম ট্যাবলেট।

উদ্ধারকৃত ওষুধের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে জানায় বিজিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply