স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের তেবাড়িয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোর জেলা কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাকে হাজির করা হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি নাটোর শহরতলীর তেবাড়িয়া এলাকার আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী রাকিব ও রায়হান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহত রাকিবের ভাই ফিরোজ হোসেন ও রায়হানের ভাই আনজিল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে রাকিব ও রায়হান হত্যা মামলার আসামি সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. সিরাজুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পরে আদালতের বিচারক মামুনুর রশীদ শুনানি শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a reply