টানা বর্ষণে আখাউড়া প্লাবিত

|

টানা বর্ষণ ও ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল।

এতে কৃষকের রোপা আমন ও আউশ ধানের ফসলি জমি, বসতঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ, মোগড়া ও ধরখার ইউনিয়নের ভাটামাথা, চন্দ্রপুর, ধরখার গ্রাম, ভিনাউটি, ভবানীপুর, রুটি, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্ণেলবাজার, খলাপাড়া, কুসুমবাড়ি, আওরারচর ও আদমপুর, কালিকাপুর, বীরচন্দ্রপুর, উমেদপুর, সেনারবাদি, বাউতলা, নীলাখাদ, বঙ্গেরচর, রহিমপুর, হীরাপুর, কুড়িপাইকা, সাতপাড়া, নুরপুর, কালিনগর, তারাগন গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এতে অন্তত পাঁচশ হেক্টর রোপা আমন ও আউশ পাকা ধানের ফসলি জমি পানিতে তলিয়ে যায়। ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়া তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply