রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। রবিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিট থেকে বন্ধ থাকা জরুরি বিভাগ বিকাল ৫টার পর আবার চালু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোববার দুপুরে চিকিৎসক-রোগী হাতাহাতির ঘটনা ঘটেছে।
চিকিৎসকরা অভিযোগ করেন, নওশাদ (৫০) নামে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা চিকিৎসকদের মারধর করেন। এতে তিনজন চিকিৎসক ও নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন আনসার সদস্য আহত হন।
মারধরের প্রতিবাদে চিকিৎসক-কর্মচারিরা মিলে মেডিকেলের জরুরি বিভাগের গেটে তালা দিয়ে দেন। এর ফলে মেডিকেলে রোগীদের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে রোগীরা। বন্ধ হয়ে যায় চিকিৎসার জন্য টিকিট কাটাও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত রোগী।
উদ্ভুত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়ের প্রস্তুতির কথাও জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply