স্বাভাবিক হতে শুরু করেছে সোহরাওয়ার্দী হাসপাতালের কার্যক্রম

|

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া।

সকালে সাংবাদিকদের তিনি জানান, অন্যত্র সরিয়ে নেয়া রোগিদের নতুন করে ওয়ার্ডে তোলা হচ্ছে। পাশাপাশি আইসিইউ রোগীদেরও ভর্তি নেয়া হচ্ছে।

এছাড়া হাসপাতালের সহকারি পরিচালক মামুন মোর্শেদ জানান, অন্যত্র সরিয়ে নেয়া রুগীদের ৫ ও ৬ ওয়ার্ডে নেয়া হচ্ছে। তবে আগুনে পুড়ে যাওয়া ৯ নম্বর শিশু ওয়ার্ডে এখনও কোন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।

তিনি আরও জানান, জরুরী চিকিৎসা সেবার জন্য একটি ডিজিস্টার ম্যানেজমেন্ট সেল খোলা হয়েছে। পাশাপাশি সকল স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে আজ।

গতকাল বিকাল পৌণে পাঁচটার দিকে হঠাৎই আগুন লাগে হাসপাতালের নতুন ভবনে। ফায়ার সার্ভিস ও উপস্থিত জনতার সম্মিলিত চেষ্টায় দ্রুত ১২ শতাধিক রোগিকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply