মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান খালেদার

|

যথাযথভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার দুপুরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় খালেদা জিয়া এ আহ্বান জানান। এসময় তিনি রোহিঙ্গাদের হাতে ত্রাণ তুলে দেন।

খালেদা জিয়া আরও বলেন, শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করে দিতে হবে। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়।
দুপুর সোয়া ১টায় তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে দেখতে রোহিঙ্গা ও স্থানীয় মানুষজন ভিড় জমান।

শনিবার ঢাকা থেকে রওয়ানা দিয়ে চট্টগ্রামে এক কাটিয়ে গতকাল সন্ধ্যা সাতটার কিছু পর কক্সবাজারে পৌঁছান বিএনপি চেয়ারপরসন।

গতকাল চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করেন খালেদা জিয়া। এর আগে, যাত্রা পথে শনিবার বিকেলে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply