কেউ আওয়ামী লীগের চেতনার বাইরে গেলেই তাদের স্বাধীনতা বিরোধী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারকে সহায়তা করেছে নির্বাচনে ও ক্ষমতা গ্রহণে। তাই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। বরং ইনডেমনিটি পাচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না মিড নাইট সরকারের নতজানু নীতির কারণে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের মত দেশ বারবার বাংলাদেশের অংশকে দাবি করছে। আর বাংলাদেশ সরকার শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত। বিষয়টি কেনো আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপিত করা হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
Leave a reply