শিলাবৃষ্টিতে কুষ্টিয়ায় অর্ধশতাধিক গ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

|

কুষ্টিয়া প্রতিনিধি
গতরাতে ঘটে যাওয়া কুষ্টিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ উপজেলা গুলো হলো কুষ্টিয়া সদর, মিরপুর ও কুমারখালী। শিলাবৃষ্টির ফলে তিন উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রামের কৃষকদের মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সূত্রে জানা গেছে, তিন উপজেলার প্রায় ৩হাজার হেক্টর জমির ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক নিজের জমি ছাড়াও লিজকৃত জমিতে ঋণ নিয়ে ফসল চাষ করায় ফসলের ক্ষয়ক্ষতিতে এখন দিশেহারা।

ভুক্তভোগী কৃষকরা জানান, শিলাবৃষ্টিতে তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন দিশেহারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক বিভুতিভূষণ সরকার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। পাশাপাশি তাদের ক্ষয়ক্ষতির পরিমান বিবেচনা করা অধিদপ্তরে পাঠানোর প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী ফসল উৎপাদনে যাতে তারা সরকারিভাবে সহায়তা পেতে পারেন সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply