ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের নিয়ে চেতনার ঐক্য গঠন করে প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ।
সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্র্যাজুয়েট, সিনেট সদস্যদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান ছাত্রলীগের নিরঙ্কুশ জয় নিশ্চিতে সাংগঠনিক দুর্বলতা কাটানোর চেষ্টা চলছে। আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, গুরুত্বপূর্ণ এই নির্বাচনে জয়ের বিকল্প নেই।
Leave a reply