পুরান ঢাকার চকবাজারে ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এদের প্রাণও যায় যায় অবস্থা।
এই ৯ জনের মধ্যে ৮ জনকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এবং একজন আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এই ৯জনের সবাই গুরুতর দগ্ধ। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন।
আইসিউতে ভর্তি থাকা সোহাগের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। আর পোস্ট অপারেটিভে ভর্তি ৮জনের মধ্যে রেজাউল করিমের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। জাকির হোসেনের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। মুজাফফর আহমদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আনোয়ার হোসেনের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। হেলাল উদ্দিনের শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। সেলিমের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে। মাহমুদের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে। আর সালাউদ্দিন ১০ শতাংশ পোড়া শরীর নিয়ে বার্ন ইউনিটে ভর্তি।
বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন জানান, ভর্তি ৯ জনের মধ্যে কারও অবস্থাই ভালো না। প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
বার্ন ইউনিটে মোট ১৮ জন দগ্ধ রোগী এসেছিলেন বলেও জানান সামন্ত লাল।
প্রসঙ্গত রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন।
Leave a reply